আমি যে সবার অচেনা. . .
মুখে মুখে আছে যতো বন্ধু,
তাদেরই চলে শুধু আমার জীবনে আনাগোনা;
বন্ধুত্ব বাড়াতে – সুসময়ে তাদের বাহানা।
আমি’তো সবার কাছেই অচেনা,
কেউ কেউ ভাবে:
জীবনে আমার ভরা পরিপূর্ণ শত্রু;
কিন্তু, আমি বলি –
অচেনা কারো, অথবা অচেনা কেউ
শত্রু হয় না কোনদিনই, ভুল ভাবামাত্র।
শত্রু হয় সৃষ্টি,
একমাত্র বন্ধুত্বের কাছ থেকেই,
যখন, নগণ্য হয় তাদের দৃষ্টি;
ছড়িয়ে একে অন্যের আড়ালে,
কলঙ্কিত দোষারোপের বৃষ্টি।।