অবাক হয়ে যাই;
নিজের শষ্য নিজেই যখন
অন্যকে দিয়ে হারাই!
তবে – কিসের এতো করছি বড়াই?
রোজই তো ফিরতে হয় ঘরে
শূন্য হাতে, ফলানো ফসল ছাড়াই!

বিস্মীত আমি ভেবে ভেবে;
গোলা পরিপূর্ণ সত্ত্বেও, কেন থাকি অভাবে?
তবে – এই পরিপূর্ণতায় কি হবে?
যখন পাশে কেউ না রবে!
কষ্ট??
কে দিয়েছে? কখন?? কবে???

নির্বাক আজ আমি;
হয়ে গেছি যেন এক – অন্তর্যামী!
কাগজ পত্রে যা আমি জানি,
লেখা আছে যেন আমার নামে,
একর একর জমি।
কেমন করে??
নাম সে আমার
পেলো ওই ভূমি?
আবার শুনেছি,
এই সবই নাকি অর্থের মূল্যে
খুব খুব দামী।।