তোমার যোগ্য আমি নই!

তোমাকে, আমার মতন করে পাবার মতন
কোন যোগ্যতাই যে আমার নেই!
যা আছে, ভাঙ্গা দু’টুকরো মন,
জোড়া না লাগিয়ে –
বলো. . . আমি কাকেই বা দেই?

আমি’তো ভেবেছিলাম, কেউ আসবে;
দিবে আমার ভাঙ্গা মন’টাকে জোড়া!
কিন্তু, কেউই বিশ্বাস করলো না,
ভাঙ্গা মনের, ভাঙ্গা ব্যথা,
নিজে আমি, নিজেকে ছাড়া!
বুক চিরে দেখাতে পারলেও
কেউ বুঝবে না,
কেন আমি হয়ে আছি দিশেহারা!

তোমার যোগ্য আমি নই!

নেই আমার কোন সম্বল,
মুড়ি দেবার জন্য, নেই কোন কম্বল;
নেই আপন ঘরবাড়ি –
যে ঘরের হয়েছে দুই যুগ আগেই ছাড়াছাড়ি!
কিছু সময়ের জন্যেই –
সবাই যে আমায় ভাবে আপন,
আর তারপর . . .
গুঁটিয়ে নিজেকে তড়িঘড়ি,
চলে যায় ভিন্যত্র,
দূর দেশে জমাতে পারি!

তোমার যোগ্য আমি নই . . .
এবার বুঝতে পেরেছো?
কেন আমি, না তোমায় ছাড়ি বা ধরি??