চলে যাচ্ছি আমি. . .
তোমার কাছ থেকে অনেক অনেক দূরে,
মনটা আমার কোথাও রেখে আসবো পুরে,
থাকবো না আর আমি তোমার___ দিগন্ত জুড়ে;
আমি জানি, ভালোই আছো তুমি আমাকে ছেড়ে।
আর করবো না জ্বালাতন. . .
ভেবো না, যাচ্ছি না মরে,
শুধু নিচ্ছি আমাকে, তোমার থেকে সড়ে,
আর যে ডাকবো না, তোমাকে কোন সুরে;
ভুলতে তোমায়, না হয় গেলাম কোন এক তেপান্তরে।
ভালো থেকো তুমি. . .
মন থেকে না বলেই নিলাম আজ বিদায়,
নেই কোন উপায় যে, দুঃখ ঘুচায়
নিয়ম কানুন-হীন এক প্রথায়;
তোমাকে, সুখী কামনার প্রত্যাশায়।।