ভালো, মানুষ ঠিক বাসে কীভাবে?
তা – জানা নেই আমার।
জেনেছিলাম, ভালোবাসা নাকি হয় স্বভাবে;
তাই বুকে গেঁথেছিলাম
অব্যক্ত শতো স্বপ্নের, নীল খামার।
ভালোবাসতে এখন, লাগে নাকি শুনেছিঃ
প্রথমে ভালো একটা বাসা,
আর সেখানে থাকতে হবে, একটি আলমারি ভর্তি বোঝাই
অর্থকড়ি ঠাসা ঠাসা;
তা হলেই নাকি, পূরণ করতে সম্ভব
ভালোবাসার যতো আশা!
মুঠোফোনে ঘন্টার পর ঘন্টা
চালাতে হবে কথোপকথন,
এটাই নাকি ভালোবাসতে হলে পরে –
অতীব অমূল্য রতন!
পকেটে অর্থ থাকুক আর না-ই বা থাকুক,
তাতে কী যায় আসে?
চাকরি না পেয়েই যে
ফুরিয়ে যায় বেতন অবশেষে!
ভেবেছিলাম, ভালোবাসা হয়তো
সৃষ্টি হয় করতে – একে অন্যের যতন,
কিন্তু দেখি, সবখানেই যে হিংসার বীজ
করা আছে ও হচ্ছে রোপণ।
ভালোবাসা কি তবে হানাহানির মাঝেই,
অন্যের হৃদয়ে চালানো নির্যাতন??