এ কেমন ভালোবাসা?
যেথায় - নেই কোন ভাষা,
নেই কোন আশা?
তোমার সাথেও নেই কোন দেখা,
কে জানে, কোথায় তুমি আছো রাখা?
হৃদয় আমার দিয়ে পাথর করে,
কোথায় থাকো, কেন তুমি দূরে দূরে?
মাঝে মাঝে মনে হয় যেন -
আমি এক অক্লান্ত ভবঘুরে।
কেন তোমার এ অবহেলা?
তুমি হয়তো করছো,
আমায় নিয়ে খেলা!
আমি'তো নই কোন মাটির পুতুল;
নেই যদিও আজ কোথাও কোন,
মানবের মেলা।
ঘৃণা যদি থাকে বুকে,
ঘুরবো না বেঁধে তবে, সাত পাঁকে।
মুখ ফুঁটে যদি একবার, যদি বলো তুমি -
আপন করবো তোমায় আমি,
আর তোমার সর্বস্ব আগলে রাখা ভূমি।।