এইতো সেদিন তোমাকেই চাইতাম…
সব ভালো লাগা যেনো তোমায় ঘিরেই,
সমস্ত সুখ যেনো তোমারই রঙ দিয়ে আঁকা,
তোমায় নিয়ে লেখা কবিতা;
সবই তো গড়তে চেয়েছিলাম তোমারই তীরে।।
কী জানো না আমার তুমি?
কী এখনো বলিনি আমায় নিয়ে?
সবই কী তবে শুনেছিলে মাত্র,
বানিয়ে আমায় হাসির পাত্র!
সময় হলে তোমার____ বলেছো কথা,
নেই যখন প্রয়োজন___ ছুঁড়ে দিয়েছো ফেলে;
আবার যখনই তোমার চেয়েছে মনে
নিতে চেয়েছো কুড়িয়ে তুলে।।
জীবনযুদ্ধের কোন ধাক্কাটি আমার, তোমার ছিলো অজানা??
তবুও, হেলে দুলে তুমি করেছো খেলা।
আমি চাইতাম একটু ভালোবাসার ছোঁয়া,
যা মিলতে মিলতে কখনোই হয়নি পাওয়া।
শুনে বুঝে আমার কাছে আসতে
তোমার সব সুসময়ে,
আমি তোমার খবর নিতেই____
রেখেছো আমায় ভাবনার গভীর অতলে।।
সবাই শুধু দিয়েই গেছে আমায় কথা____
আসলে, সবই তো ছিলো মাত্র কথার কথা!
জড়িয়ে পড়ে মায়ার বাঁধনে
কথা তখন হয়েই যেতো, অন্য এক প্রথা।
চাইতাম আমি তখন, আমায় করো তুমি ঘৃণা,
বলতাম বারবার তোমায়, কানে বাজিয়ে বীণা;
শেষকালে জয় যে ছিলো আমার...
আর তো পারবে না এখন,
বলবে না এখন____
শুনতে হবে না যে কারো মাথা ব্যাথা!
অযথাই দিতে কষ্ট,
পেতে কষ্ট;
চাই না আমি আর হতে কষ্ট পেয়ে শ্রেষ্ঠ।
তোমার কাছে হয়েই তো আছি আমি নষ্ট!!
আর কেউ তো আমায় শোনেনি,
আমার সবই তো শুনেছিলে তুমি;
আসবো ফিরে তোমার সেই
ক্ষনস্থায়ী ভালোবাসার বিহনে??