কাউকে মন থেকে যদি
কাছেই আমি চাই পেতে,
তবে কী বা আসে যায়;
যদি রই দূরে, শুধু ভাবনার মাঝে মেতে?
মন যদি সত্যি-ই টানে কাছে,
তবে কেন ফিরে চাই আবার পাছে??
ভুল-ঠিক ভেবে ভেবে শেষে,
আবার খুঁজি, কে কোথায় আছে?
ভাবনায় যদি সব থাকে কৌতুহল,
চিন্তা গড়ে গড়ে, গড়ি চিন্তা-মহল;
নেই যদিও কোন সিপাহীর টহল,
তবুও, দো-টানা মনে জাগে কোলাহল।
কাউকে কাছে পাবার খুব আশা??
লাভ কি, যদি না ফোটে
কাছে যাবার জন্য-ই কোন ভাষা?
চিন্তার ঘোরে ঘোরে কেটে যাবে দিন. . .
স্মৃতির মাঝে হয়ে থাকবে
সবই ভাসা ভাসা;
আশায় আশায় যে, হতে হবেই নিরাশা!!