দেখছি বসে কতোই না ছবি,
বোনা সবই রঙ তুলিতে
সাদার মাঝে আবরণ ঝরাতে,
সাত রঙা এক আবেশে জড়াতে।।
আকাশে বাতাসে আজ হিংস্র ধ্বনি,
মুখোরিত শুধু তাঁরই সৃষ্টির বাণী।
দেখে শুনে বুঝে উঠে আজ, এটাই শুধু জানি;
নশ্বর ধরার মাঝে লুকানো আছে যে শত খনি।।
যখন থামে হাওয়ার হুড়োহুড়ি
স্তব্ধ চারপাশ, লোকালয়ে কোলাহলের প্রকাশ।
কীসের এতো বাড়াবাড়ি??
হবেই হবে যে সবার ছাড়াছাড়ি।।