খুব যন্ত্রণা হয় বুকে___
তোর সাথে সব হিসেব নিকেষ
যখন একে একে, সব যায় চুকে,
মরতে হয় একাকী, ধুঁকে ধুঁকেঃ
কোন সে শোকে??
কোন সে দোষেই বা হারিয়েছি তোকে??
নেই কোন বাতাসের দোলা, চারিদিকে,
খেলা করছে মাতাল মনে –
তপ্ত রোদ,
হৃদয়ের বাঁকে বাঁকে!!
কল্পনার মাঝে বাসা বেঁধে আছিস
ছড়িয়ে জোনাকী ঝাঁকে ঝাঁকে।।