ঠিক, কতটুকু ঘৃণ্য পাত্র হলে তোমার কাছে,
আমি তোমাকে ভালোবাসা বন্ধ করবো –
সে’তো আমি আজও জানি না!
যদি ঘৃণার পরিমাপটুকু, আমি জানতে পারতাম,
তোমাকে নিজ কল্প-স্বপ্ন থেকে তবে বিদায় জানাতাম;
তবে কি আর এভাবেই, অসহায় করে নিজেকে,
তোমায় মন থেকে উজাড় করে, ভালোবেসে যেতাম?
আমি সত্যিই, খুব অসহায়. . .
না পেয়ে তোমার কোন সায়,
ঘৃণ্য থেকে অতি নগণ্য, নিজেই নিজেকে
তোমার কাছে, মনে করে করে –
আমার দিন সব বৃথাই বয়ে যাবে!
ভালোবাসা ও ঘৃণা –
মুখের বুলিতে, এদের সত্যতা যে
প্রকাশ কখনোই পায় না;
বুঝে নিতে হয় আচরণে, যা পেয়েছি আমি তোমার সনে,
না ধরেই কোন বায়না, তবুও শুধু দেখেছি তোমার বাহানা।
ঘৃণিত করেও আজ আমায়, তবে কেন
দেখাও আবার ভালোবাসার ছলনা??