কোন এক সূর্যাস্তে,
দেখেছিলাম আমি তোমায়;
হৃদয়ের মাঝে এঁকেছিলাম তখন,
অনুভূতি দিয়ে মুখটা তোমার।
প্রথম প্রেমের মাতাল হাওয়া
ঝড় তুলেছিলো মনে. . .
জানাতে যেন দেরী না হয়ে যায়,
“ ভালোবাসি যে তোমায় কতো “ –
গেয়েছিলাম গানে গানে।
হঠাৎ তুমি যখন জেনে গেলে –
আমি শুধু তোমাকেই ভালোবাসি;
আমার চোখে না তাকিয়ে,
উচ্চস্বরে তুমি তখন জানিয়ে গেলেঃ
ঘৃণার যোগ্য এক পাত্র আমি,
তাই, আমাকে আর
কখনো দেখতে চাও না তুমি।
অবুঝ এই ভালোবাসা!
মানে না যে কোন বাঁধা!
বলতে চায় যেন, এই মন শুধু তোমায় –
“ ভালো না হয় বাসবে না,
তাই বলে, ঘৃণ্য চোখে আমায়
তুমি কভু দেখো না।। “