আমি নিঃস্বার্থ তোমাকে বেসে যেতে চাই ভালো,
মুখে কিছু না বলেই, জ্বালাবো তোমার মনে আলো;
ঘুচাবো আছে যতো তোমার, অন্ধকার কালো,
না জেনেই মুছে দিবো, যা জমিয়েছ মনেতে ধূলো।।
তোমার চোখের চাহনিতে
অস্ফুট সব স্বপ্নেরা যেন রয়েছে মেতে।
কে চায় না ভালোবাসা পেতে??
কষ্ট লুকিয়ে তবুও চাই যেতে
তোমার মাঝে গচ্ছিত সব দুঃখ, বয়ে নিতে;
চাই না শুধু মনের ভুলেও তোমাকে
ভাসাতে শোকের স্রোতে।।
ত্যাগের মাঝেই ভালোবাসা,
তোমাকে সুখী হতে দেখার আশা,
যেখানেই যাও আর যতো দূরেই গড়ো বাসা!
সময় না হয় দাঁড়িয়ে, হয়ে সর্বনাশা,
না থাকলে পকেটে ভাংতি পয়সা;
তবুও, দেখতে চাই না তোমার হতাশা,
করে যাবো আজীবন, তোমার সুখী প্রত্যাশা।।