আনন্দ??
সেখানেই তো আছে –
নীরব থেকেও
অন্যের চাহিদা পূরণের মাঝে।
শত কষ্ট পেয়েও
কারো মুখে হাসি ফোটানোর মাঝে।

আনন্দ??
কেউ পায় খুঁজে
অন্য কারো দেহের ভোজে;
আবার, অনেকে মুগ্ধ হয়ে আনন্দিত
অন্যের কঠোর কাজে।

অন্যের আনন্দ করে নষ্ট
আনন্দ ভোগ করে অনেক অনেক দুষ্ট,
তাদের কাছে এটাই হয় স্পষ্টঃ
আনন্দ আছে অন্যকে দিয়ে কষ্ট,
হলে হোক কারো তাতে মাথা নষ্ট।

আনন্দ??
কেউ খুঁজে পায়
কারও জন্য করতে গিয়ে ত্যাগ,
আবার কেউ কেউ হয়রান আজ
বসে, হাতে নিয়ে অর্থের ব্যাগ;
অনেকের তো দিন যায় বয়ে
খুঁজে খুঁজে, আনন্দের কালো মেঘ।।