আজ তোমাকে নিয়ে
যেতে চাই আমি,
দূর ঐ মেঘের দেশে।
যেথায় আছে স্বপ্ন আঁকা,
ভালোবাসায় নেই কোন ফাঁকা।।

আলাদিনের যাদুর গালিচায়
চড়ে মোরা দু'জন;
কালো-সাদা-ধূসর মেঘ
ভেসে চলছে সারাক্ষণ।
হাতের মুঠোয় মেঘ জমিয়ে
অবাক হয়ে যাই ভীষন!!
দেখতে পেলাম না কোন কিছুই
শূণ্য আবরন।।

মেঘের দেশে ঘুরে ঘুরে
অবাক চোখে দু'জন,
চারিদিক অন্ধকার হবার পরে;
শত কোটি জোনাক যেন
জ্বলছে মাথার উপরে।
হঠাৎ করেই পড়লো মনে:
ফিরতে হবে ঘরে।।

চোখ মেলে তাকিয়ে দেখি
আমি স্বপ্নের ঘোরে,
মেঘের দেশে তবে ঘুরেই এলাম
তোমার হাত ধরে!!
অবাক মনে খুঁজে দেখি
তুমি নেই পাশে;
এই স্নিগ্ধ ভোরে।।
.......................... ..................