কল্পনার রাজ্যে ঘুরে ঘুরে বেড়িয়ে
ভুলে গেছি আজ সামাজিকতা,
ভালোবেসে কষ্ট পেয়ে
হৃদয় পেয়েছে, পাথর রূপের পরিপক্বতা!!
একটি কথার সাথে যদি কেউ
যুক্ত করতো একটু হাসি,
বুঝে ভুল, জড়াতে চাইতাম তার সাথে
ভালোবাসা ভেবে একসাথে ও পাশাপাশি;
একদিন জানতে পারি, হাসির কি রহস্য।
ঝুলতে চাইলাম দড়ির সাথে, দিতে ফাঁসি!!
লাভের লোভে উশখুশ থাকে
দিতে ও নিতে কান,
কেউ কেউ এমনও আছে
লোভের লালস্যে নিয়ে যাচ্ছে
একে অপরের প্রাণ,
অর্থের জোরে শোনা যাচ্ছে এখন
দেয়া হয় দান, অন্যের জীবন।।