যেখানে আজ নেই তুমি,
সেখানেই আমার বসবাস।
যে স্থানে আজ আর ঘুরে বেড়াও না তুমি
সেখানেই যে আমার বিচরণ।
বাজারের সেই বটগাছের নিচে তোমায়
আগের দিনগুলোতে তো প্রায়ই দেখতাম;
এখনতো, গাছের নীচে আমার নিজেরই ছায়া,
বসে থেকেও সারাদিন মিলে না, তোমার কায়া।।
নৌকোটি যে আজও আছে সেখানেই বাঁধা,
নদীর তীর ঘেঁষে সেই খুঁটিতে;
শুধু নেই তুমি.... হারিয়ে যে গেছো
পথ পেরিয়ে অল্প আধা।
এ কেমন তুমি এঁকেছ গোলক ধাঁ ধাঁ?
সেজেই তো আছো, কৃষ্ণের’ই রাধা!!