আমি জানি তুমি আছো,
দেখছো আমার সকল কান্ড।
ভুল পথে চলতে গেলে,
সবখানেই যে তোমার বাঁধা মেলে।
অবাধ্য আমি চলি যখন,
তোমারই পথ ধরে;
কতো বাঁধা এসে দাঁড়ায়
আমার চোখের দ্বারে।
জানি আমি, করছো তুমি
আমার এক পরীক্ষা,
মনের কথা ভুলে কি আমি
নিতে যাই তবে, অন্য কোন শিক্ষা?
অটুট যখন থাকি আমি
সকল বাঁধা পেরিয়ে;
তুমি দেখে খুশী হয়ে
ভালোবাসো আমায়, তোমার কাছে পেয়ে।
ধন্যবাদ জানাই বিধাতা তোমায়,
করেছো যে তোমার পুত্র আমায়।
মেনে যাবো আমি তোমার বিধান,
করবো আমি – সব দুঃখের সমাধান।।