যতোই জাগি রাত,
কতোই না দেখি সুপ্রভাত,
নিজের হাতে নিজেই রেখে হাত
দিন চলে যায়, গুনে ছয় সাত।।
কতোই না যায় সন্ধ্যা, তাকিয়ে দেখে আকাশ,
গায়ে তখন লাগিয়ে মৃদু বাতাস,
নিজেকে না করে তাই প্রকাশ,
বসে বসে হয়ে শুধু হতাশ।।
কতো যে কাটাই ভরদুপুর,
তাকিয়ে দেখে বৃষ্টি, টাপুর টুপুর,
দাঁড়িয়ে থেকে গাছের নীচে, সামনে ভরাট পুকুর;
গাঁয়ের বধূ যায় হেঁটে, পায়ে দিয়ে রূপার নুপূর।।
যতোই দেখি রাত-দিন,
যতোই শুনে যাই কোলাহলে বীণ,
যতোই বা জেগে জেগে রাত্রি যাপন,
তবুও অবশেষে,
ঘুম’কেই যে করে নেই আপন।।