ফিরে এলাম…..
ঘুরে ফিরে সেই
অশান্ত মায়ার নীড়ে।
আবার আমার শুণ্য তীরে;
নতুন কিছু স্বপ্নকে ঘিরে
শত বাঁধার ভিড়ে, ধীরে ধীরে।।
পথ যেনো আর হয় না শেষ,
ছিলাম তো ভালোই, নেই চিন্তার রেশ;
যতোই আমি যাচ্ছি এগিয়ে
অজানা সেই ভাবনাগুলো
ঝুকছে মাথায়….. পুরাতন সব অভ্যাস।।
কানে কানে বাজছে গান,
তবুও শুনছি, শব্দে মুখের নদীর বান।
সারতে হবে স্নান,
ভিজিয়ে আজ দেহ অফুরান,
সব অভিমান হয়ে যাবে ম্লান;
ঘুচাবো আবার অন্যের আটকে থাকা অভিযান।।