আশাগুলো সব ভাসা ভাসা,
স্পষ্ট দেখছি না কিছুই____
ঘোলাটে একটা ছায়া,
বুঝতে পারি মানব কায়া,
এ যেন, অস্তিত্বহীন এক পৃথিবীর মায়া।।


নিষ্ঠুর এই রাত্রি:
আমি'তো নই কোন অভিযাত্রী।
আমি'তো শুধু ঘুরে বেড়াই,
খুঁজতে খুঁজতে অন্যের ভাঙা কড়াই!
ছোঁয়ার মাঝে আছে কী যাদু?
কে যে জেনে বলবে আমায়!
রাত কেটে যায়
শুধু ছোট্ট এক ফালি হাসি দেখবার আশায়।।


অস্থির পেরিয়ে আসা সময়,
ভেসে আছে ঘরের পর্দার ভাঁজে,
ব্যস্ত কোন এক নতুন সাজে।
কে যে হাটছে মনের দুয়ারে??
ডাক দিয়ে যায় চলে, আবার___
আসে ফিরে মাঝে মাঝে!!


স্পষ্ট'তো দেখছি না কিছুই;
সবই আবছা,
সবই লাগছে ঘোলাটে।।