ভোরের কুয়াশায় আচ্ছন্ন চারপাশ,
ভেঁজা ঘাসের ছোঁয়ায়
পায়ের তলায় যেনো ঠান্ডা বরফের অনুভব,
শিহরণ জাগা এক সুপ্ত হৃদয়;
ধোঁয়ার এক চাদর দিয়ে গায়ে
অন্য এক পাথর জগতে
আমার হারিয়ে যাওয়া।।
ফিরে এসে দেখি আমি চাদর নেই গায়ে,
ধোঁয়া সব উড়ে গিয়ে পাতায় পাতায়
জল হয়ে নামছে বেয়ে।
এরই মাঝে বাড়ছে সূর্যের রাগ,
ছুঁতে চাইছে, বাড়িয়ে দিচ্ছে
আমার দেহে মাত্রাহীন তাপ।
অভিমান্র আমি একা খুঁজে ফিরি বৃষ্টির ফোঁটা,
আঁধারে করে মেঘগুলো আকাশে
শুরু করলো ঘনঘটা;
আনন্দে আমি হই আত্মহারা;
মেঘের গর্জে, বাতাসের মন্ত্রে
ভেসে ভেসে আবার আমার হারিয়ে যাওয়া।।
তবুও কেনো????
তোমায় খুঁজে না পাওয়া!!!