মনের ভাব, আর যতো সব
ইচ্ছা ও কল্পনা’কে
মুখের বুলি ও বাক্যের সাহায্যে
করি আমরা প্রকাশ;
সমাজের মাঝে চলিত
কথার মাধ্যমে সবার মাঝে
যা হয় লোকের ভাষ্য,
তা-ই ভাষা নামে, সবখানে ব্যক্ত।
শিশুকালে নিরুপায়,
অজানা থাকে, নেই বলবার উপায়,
হয়ে ছিলাম অসহায়।
ধীরে ধীরে, শুনে বুঝে, বলি বুলি
মাড়িয়ে পথের ধূলি।
ভীন দেশে দেই পাড়ি,
জেনেছিলাম তো শুধু নিজ ভাষার সাড়ি,
অবুঝ সবাই হয়ে বলে, -
আমি যে কথা বলতেই না পারি!
এখন তবে হাত-পা ছুঁড়ে
কথা বুঝাই, করে ইশারা,
লাভ হলো কি বকবক করে?
এ কেমন জগত,
ভাষা যেখানে নিজেই হয়ে আত্মহারা।।