আমার মায়াবী রাজকন্যা. . .
আজ কোথায় যে আছো তুমি, তা আমি জানি না,
যদিও বুঝাতে চাই যে –
আমি তোমাকে নিয়ে আর ভাবি না;
তবুও, আমার মন’কে এটা বুঝিয়ে মানাতে আমি পারি না।
মন আমার, অপেক্ষায় অপেক্ষায়
আজও রয়েছে তোমার আশায় বসে,
জড়াতেও চায় না আজ, অন্য কারো ত্রাসে;
পেতে যে চায় কাছে, শুধু তোমাকেই আমার পাশে।
কেমন আছো তুমি??
বারবার আমায় প্রশ্ন করে, আমার অপেক্ষারত মন. . .
উত্তরে আমি শুধু বলে চলি – জানি না,
কে, কোথায় আছে কেমন;
থাকুক না যে আছে, এই আমাকে ছাড়া, যে যেখানেই যেমন।
জানি না আমি, ভুল কি আমার?
সময় কি খুব বেশী নষ্ট করেছিলাম তোমার?
ভালোবেসেছি তোমায়, বিধায় আজ
করে চলি তোমার সুখ কামনা,
নিজেকে রাখি সবসময়, ভুলিয়ে সব, তোমার বাসনা।
আমার ভুল কি ছিলো জানো?
মুখ ফুটে মনের সব, যা ছিল, বলেছিলাম খুলে;
যা আমি নিজেকে মনে করতাম, আপন তুমি বলে!
আপন???
কখনোই কি তুমি আমায় ভেবেছিলে, বলতে পারবে?
যদি ভাবতে, কেন’ই বা আমাকে ছাড়বে?
দশ মিনিটের কথা বলে কি, তিন দিন পর আবার খবর নিতে?
তোমার নিজ আচরণ করেছিলো বাধ্য আমায়,
ভেবে নিতে ও বলতে যা খুশি, যতো ক্ষোভ আমার আছে তোমার প্রতি।
ভেবেছিলাম যা বলেছি, সবই ছিলো মিথ্যে;
কিন্তু, আজ বলছি,
আসলেই ছিলো আমার সব কথাই, সত্যের পথে।
বুঝতে পারলাম আমি আবারো,
তোমার অস্তিত্ব হারাতে হারাতে।
মনে আছো, মনেতেই আমার থাকবে জানি, সারা জীবন,
তোমার ভাবনাতেই থাকবে গড়া আমার এই ভুবন;
পেরিয়ে না হয় যাবে এ যৌবন!
তবুও, চাইবো না আর পাশে তোমায়, করে নিজের আপন,
সময় যেহেতু মিলেনি তোমার কখনোই, করতে দিন-যাপন,
কাছে নিয়ে টেনে, কাটাতে অল্প কিছু ক্ষন।
কি লাভ বলো, যদি খুঁজে পাই নিজেকে তোমার
অবহেলায় ও স্বার্থপরতায়?
তাই, আজ নিয়ে যাচ্ছি আমি নিজেকে, অনেক অনেক দূরে,
মন আমার যেখানে উৎফুল্ল হয়ে, হারাতে চাইবে
শুধু তোমাকে ভুলে, কোন অজানার মায়ায়!!