মায়াবী একটা রাত,
তারায় তারায় পূর্ণ আকাশ,
সঙে মৃদু মৃদু হাওয়ার বিকাশ।
চারপাশে অজানা পোকার আওয়াজ,
ব্যাঙ যেন যাচ্ছেই ডেকে অবিরাম;
নতুন শহর......তাতে কী?
এখনো যে কেটে যায়
একে একে গুনে গুনে প্রহর।।
অর্থহীন কাটছে বর্তমান,
মনে গাঁথা সুর যা ছিলো
ধীরে ধীরে যেন হয়ে যাচ্ছে কোথাও বিলীন,
কাটে এখন সন্ধ্যা আমার, ছড়িয়ে গুজব;
গানের প্রতিটি কথা এখানে,
সবারই কাছে আজব।।
না জেনে, না শুনে, অনেক কথাইতো রটে,
আমিও যে সেইসব শুনে ফেলি বটে___
মূল কথা; জীবনে নিজে যে যেখানে যেমন,
অন্যকেও ঠিক, সে ভাবে, তার মতনই তেমন।
অন্যের ঢোল অজান্তে পিটিয়ে
নিজেরই প্রকৃত আঁকার সে, যায় যে বুঝিয়ে।।
অনেক মানুষই আছে, চষে বেড়ায় –
নিজেরই পরিচয় গুপ্ত করে,
চাইলেও যে রাখতে হবে গোপন,
শত তুফান ও ঝড়ে।
পৃথিবী রক্ষায় আমরা প্রতীজ্ঞাবদ্ধ,
ঘুচাতে সব অপকর্ম
কাউকেই না জানিয়ে।
নিজের এলাকায় ফিরে আসি বারে বারে
হয়ে স্থানান্তর;
খুঁজতে গিয়েঃ মাথা খেলিয়ে
যতো আছে গহীন অভ্যন্তর।।