নতুন খাতার প্রথম পাতা,
প্রথম লেখা, নতুন প্রথা;
তোকে নিয়েই হবে গাঁথা
আজকের সব ভাবনা কথা।
তোর মাঝেই হয়েছিলো শেষ
পুরাতন ডায়েরী, দীঘল তোর কেশ,
ভুলবো না আমি, যাই যতদূরের দেশ,
স্মৃতিগুলো কল্পনা করে যাবোঃ
এই নয় কি বেশ?
“ভালোবাসি” – বলবো না আমি তোকে,
মাথা যদিই বা তুই রাখিস আমার বুকে
তবে, কেন বলতে হবে তোকে ঝুকে ঝুকে?
মরণ হলেই যে, এর মায়া যাবে না চুকে;
পাশাপাশি কাছাকাছি, এটাই ভালোবাসা,
থেকে একে অন্যের সুখে ও দুঃখে।।