তোমায় প্রথম দেখেছি মেয়ে –
আলতো নয়নে,
অপলক থেকে চেয়ে চেয়ে।
আমি হাঁটি হন্যে হয়ে,
পিছু ফিরে করি অপেক্ষা
তোমায় পাশে না পেয়ে।
একাধারে একশতাধিক কথা,
বলে ফেলি,
ভেবে. . . তোমায়, আমার খুবই আপন।
জেনেও তুমি,
শুনেও কভু,
জানি আমি –
বুঝবে না কভু আমার এই
একাকী ধূসর দিনযাপন।
আমার মতো হলেই তবে,
বুঝতে তুমি;
কেন যে আমি,
কষ্ট’কে করে চলেছি
বুকের মধ্যে রোপণ।।