চাই না আমি তোমার দেহ,
চাই যে শুধু একটু ভালোবাসা আর স্নেহ।
এতটুকুও যে বলে কয়ে, দেয় না কেহ;
সময়, শুধুই হচ্ছে নীরবে
ধীরে ধীরে প্রবাহ।
কাছে এসে, পাশে বসে
শুনিয়ে ভালোবাসার গল্প;
বুঝালে তুমি ভালোবাসার মানে
আমাকে অল্প অল্প।
বুঝে উঠে যখন আমি
তোমার গা ঘেঁষে,
তুমি হঠাৎ রেগেমেগেঃ
যাও যেন চলে অচেনা কোন
জনমানব শুণ্য এক ভীন দেশে;
বসে রই যে একা একাই
এই আমি অবশেষে।।