কোথায় তুই আমার এতো কাছে?
জানতে পারলাম, থাকিস নাকি আমারই পাশে?
সবার সব কথা করতে করতে বিশ্বাস,
দিয়েছি বুঝে, না বুঝে কিছু আশ্বাস;
একে একে সবই হারিয়ে
দিন কাটে আজ বসে বসে একা, হয়ে হতাশ।।
সব হারালেও, ছিলো শুধু একটু নিজেকে
কল্পনায় জড়িয়ে ডুবে থাকার মন্ত্র;
আজ তুই সেটাও যে
নিয়ে গিয়েছিস কেড়ে।
আকর্ষণ আর বিকর্ষণের প্রভাবে
হয়ে গেছি যেন পুরোপুরি, কল-কব্জায় গড়া
মানুষ নামের অব্যবহৃত এক যন্ত্র।।