আমি তোকে কাছে টেনে এনে
ছুঁয়ে, আদর করতে তো চাইনি;
না চেয়েছি পাশে জড়িয়ে তোকে শুতে,
ছলে-বলে-কৌশলে মায়ার জালে
জড়াইনি আদৌ তোকে ভালোবাসতে।।
চেয়েছি শুধু, তোকে কল্পনায় আঁকতে,
তোকে অনুভব করতে,
কল্পনায় তোকে অনুভব – ভীষন গহীন;
ধন্যবাদ তোকে, আমার একাকীত্বে
তবুও, দূরত্ব বাড়াসনি বলে।।
অনুভূতি আমার সব মনের কল্পনাকে ঘিরে,
তবুও যে শত বিঘ্ন আর বাঁধা;
চাইবো না আর ভাবতে
তোকে অনুভব করি, তাইতো বলি___
তবুও, চোখ বুজলেই তোর ছায়া,
না খুঁজি আমি গলি গলি,
অনুভবের প্রকাশ করতেই – যদি পাই দয়া,
অনুভূতিহীন কাটাবো, না হয় দিলাম তোকে বলি।।