যখন তুই ঘুমিয়ে চোখ বুজে,
আমি তখন তাকিয়ে, তোর ওই মুখ পানে।
আবছা আঁধারে, মায়াবী লাজুক তোর মুখ,
শান্ত শিশুর মতন যেন ক্লান্ত,
ফাঁকা ভেতর বুক।।
অপলক আমি তোর পানে
থাকি শুধুই তাকিয়ে;
ঘুমের ভেতরেই যেন বলছিস তুই –
“ আমায় ধরো জড়িয়ে !! “
বুঝি না, জানি না, কল্পনায় হঠাৎঃ
জড়িয়ে ধরবো, অন্ধকারে তাই –
হাতটি আমার দিলাম বাড়িয়ে।।