দোষ. . . . .
কেন দেই একে অন্যকে, হলে পরে আফসোস?
কেন’ই বা অপরকে
সুধাই – দেখতে ও দেখাতে সাহস?
কেন’ই বা দেখিয়ে চলি
ঢাকতে কাটানো সময় নিজের
থেকে শুয়ে বসে, হয়ে দেহ নিথর অলস??
দোষ আর দোষ!!
এ যে, মানুষের দ্বারা মানুষেরই জন্য
সৃষ্ট এক কোষ।
দোষে দোষী, মানুষ নিজেই
নিজেদেরই সাথে ঘটিয়ে আক্রোশ।।