হয়তো, তোমার হাতে হাত রেখে
পারিনি সুদূরে দিতে পাড়ি,
করিনি ব্যক্ত তোমার নিকট,
তোমায় পাবার আহাজারি।
করেছিতো শুধু আমি বাড়াবাড়ি,
মনে হতো তোমার, যখন তোমায় ভেবে
একা একা, যা-ই আমি করি;
মুখে মুখে ছিলো তোমার বাহাদুরি,
তাই চাইতে, পাড়ি দিতে, আমার সাথে স্বপ্নপুরী।
আমি তোমাকে চেয়েছিলাম,
আমার জীবনের পথ চলার সঙ্গী হিসেবে;
পথচলা শুরু করলেই, তুমি আমার হবে –
ভেবেছিলাম এটাই, কিন্তু. . . .
জেনে গেলাম আমি, একাকীত্বেই আমার জীবন যাবে,
আর পথ – সে পুরোটাই বাকী রবে।
তোমার ওই মায়াবী দু’চোখ যেন,
ছবিগুলোর মাঝে, আমায় শুধু দেখতো,
আর এটাই শুধু ভাবতাম।
এখন জানলাম, সে’তো শুধু আমায় দেখানো হতো,
দূরে রেখে আমায়, ভুলতে –
তোমার কষ্ট ছিলো যতো।
মিথ্যে চাহনির, মিথ্যে মায়ায়,
মায়াবী তুমি বাঁধলে কেন, তোমায় আমার চাওয়ায়?
আজ আমি, ভাসি তাই হাওয়ায়,
নেই কারও কোন চাওয়ার পাওয়ায়;
তবুও. . . .
জড়িয়ে কেন আছো তুমি, মিশে আমার ছায়ায়??