কল্পনার ঘোরে থেকে থেকে
বাস্তবতা হতে বহুদূরে,
নতুন কিছু গানের সুরে সুরে
তোমাকে করছি বর্ণনা
হৃদয় জুড়ে।
স্বপ্ন বুনে, লোকালয় রটিয়ে
বলে কয়ে জনে জনে;
হতাশ হয়েছ তাই
তুমি বৃথা,
প্রহর দিন গুনে গুনে
অবশেষে এখন দেখি –
স্বপনই আমার যে
হয়ে গেলো মিথ্যা।।