চলছে এক অবিরাম
পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র;
নাম – “জীবন”।
যার শেষ হবার সময়সীমা
নেই কারোরই জানা।
বাস্তব চলচ্চিত্রে;
অভিনয় ভালো হলেই
লোকমুখে মিলে জয়ধ্বনি,
থাকে না কারো, হয়ে অজানা।
কিন্তু, এখানে....
অভিনয় যদি কারো হয় ভালো,
চলে যায় তখন প্রাণ
নানা ছলে-বলে-কৌশলে!!