চোখ বন্ধ করলেই
এখন যে আর তোকে দেখি না!

এতো খুঁজে ফিরি
তবুও,
তোর ছায়ারা-ও
এখন আমার কল্পনাতে ভাসে না!

আমার কল্পনারাও আজ যেন – অর্ধ মৃত,
সুখের লোভও পারে না করে তুলতে সতেজ।
ভুলে গেছি, আর ভুলে যাচ্ছি
আস্তে আস্তে যেন সবই।।