নিজের জন্য করো চুরি
অন্যের জন্য নয়।
নিজেকে নিয়ে ভাবতে শেখো,
অন্যের ভাবনায় সৃষ্টি হয় ভয়।
নিজেরই জন্য, নিজ দুনিয়া হলেই খুশি,
থাকবো না’কো কেউ পর।
কেউ রবে না তখন, এখানে সেখানে
ঘুরে ঘরে, হন্যে হয়ে যাযাবর।।