তোমার অজস্র সব বাহানা
চলছে ও চলবে...
কিন্তু;
আমি আর চলছি না
তোমার বানানো পথে।

নিরাশ করেছো প্রতিবারই...
ঠাট্টা-মজা
কি সবার সাথেই হয়!

আমি’তো এলাম
এই মাত্র হয় কয়েকদিন;
তৃপ্তি তোমার সারা রাত
ঘুমিয়ে অন্য কুল,
আমি ছিলাম হয়ে ব্যাকুল।।