ভুল মন্ত্র আমি
করেছি যে ধারণ;
হয়ে যাচ্ছি, যেন –
অর্ধপেটা কোন যন্ত্র
এবং যন্ত্রাংশের
স্বস্তা ফেলে রাখা
আবরণ।

মন থেকে ভালোবেসে
যদি তুমি করো
এই আমায় বরণ;
মনে রেখ,
কষ্ট যে শুধুই
পেয়ে যাবে তুমি,
জমিয়ে বুকে
অফুরন্ত রক্তক্ষরন।।