তোমায় ভেবে কাটছে না আমার নিশি...
পালিয়ে গেছে যতো ছিলো চোখে
ঘুম পাড়ানি মাসী-পিশি।
অন্ধকারে বসে আমি একা একাই হাসি...
কোথায় গেলে আমি পাবো বলো;
তোমায় পাশাপাশি!
আমার আকাশে আজ মেঘগুলো যেন
স্বপ্ন হয়ে চোখে ভাসছে।
কখনো কালো মেঘে দুঃস্বপ্ন হয়ে
ঘুমন্ত চোখে যাচ্ছে দেখিয়ে।
কিন্তু; জেনে রেখো –
আকাশটাতে সাদা মেঘ অফুরন্ত...
ভেসে ভেসে ঘুরে বেড়ায়
জুড়ে উদ্দেশ্যহীন দিগন্ত!!