আকাশের হঠাৎ অঝরে কান্না!
জলকণাগুলো যেন –
তীর-এর মতন বিঁধছে শরীরে...
ঘরটা-কে কালো করে
মেঝেতে আমি বসে;
পীঠ ঠেকিয়ে নীল রঙা দেয়ালে।
হারিয়ে যাবো...
জানি না কোথায়,
কবে ও কখন!
শুধু এটাই আমি জানি :
কোথাও আমার হারিয়ে যাওয়ার
নেই যে কোন মানা,
যা আছে মনে ও চোখে –
তা সবই হয়ে যেন, অদেখা ও অজানা ।।