প্রতিরাতে,
পেতে চাই তোমায় আমারই সাথে,
জল্পনা, কল্পনা, আল্পনার মাঝে;
ঘুম জড়ানো সকল সুপ্রভাতে।
প্রতিরাতে,
রাখতে চাই হাতটি আমার
তোমার ওই মলিন, আদুরে হাতে,
আঙুলের শিহরণ মাখা আঘাতে,
মিশে যেন যাই –
কল্পিত কোন মায়াতে।
প্রতিদিনই রাতে,
গহীন আঁধারে নিজেকে হারাই
তোমার ভালোবাসার ধরাতে,
কেন তবে ভেদাভেদ??
ভুলে গেছি আমরা,
বিধাতা যে, গড়েনি মোদের
লিখিত করে কোন জাতে!
তবে,
কেন এতো ছাড়াছাড়ি
মানুষ মানুষেরই সাথে??