তোমায় খুঁজে বেড়াই প্রতি নিশিতে,
চার দেয়ালে ঘেরা
আমার অন্ধকার দেশেতে;
যখন ভাবি নিজেকে –
কেন আছি আজও একাকী,
একাকীত্বের বেশেতে?
তোমায় খুঁজে যাই, নিয়ে আমি
নিজেকে, কালো আঁধারে মিশতে!
তোমায় প্রথম দেখার পর থেকে –
আজ অব্দি, প্রতিটি নিশিতে,
মাতাল হতে চেয়েছি আমি,
তোমার বাঁকা হাসিতে।
কিছুদিন ধরে. . .
প্রতিটি পেরিয়ে যাওয়া নিশিতে
বসে থাকি আমি, বিধাতার দেখা পেতে,
যেন – তাঁর কাছে
তোমায় পারি আমার জন্যে চাইতে!
তোমার আধো আধো চাওয়ার টান,
আমার এ ভাঙ্গা হৃদয়,
পারে না যে আর সইতে।।