শূণ্যতা. . .
প্রতিটি মানুষের মন, যে কারণে
কাটায় ঘিরে বিষণ্ণতা!
মনের মানুষকে কাছে না পেয়ে
একাকীত্বের জাগানো প্রবণতা।
শূণ্যতা??
- শূণ্যের মাঝে সৃষ্টি হয় যে ধাঁ ধাঁ,
হাজার হাজার মানুষের ভীড়েও
একা হয়ে থাকা,
না পেয়ে চোখের পর্দায়
কাউকেই ভাসতে দেখা!
বুঝতে পেরেও
কেউ অবুঝ হলে,
ব্যর্থতার মাঝে হয় শূণ্যতা।
জানতে পেরেও,
কিছু না জেনে থাকলে,
হতাশার মাঝে জাগে শূণ্যতা।
বলতে চেয়েও,
বলতে না পারা –
অসহায় হয়ে নামে
বুকের গভীরে শূণ্যতা।।