একটা দিন আসবে,
বারবার আমি ভেসে উঠবো
তোমার চোখের পাতার প্রতিটি পলকে।
আনমনা হয়ে তুমি শুধু আমাকেই ভাববে;
আমার বলা প্রতিটি অক্ষর, বাজবে তোমার কানে,
শতো চেষ্টায়ও পারবে না ভুলতে।
“ ভালোবাসি “ – কথাটি খুঁজবে আমায় বলতে।।
একটা দিন’তো নিশ্চয়ই আসবে,
আমার গাওয়া গানগুলি তুমি
মনের অজান্তে গুনগুণ করে গাইবে।
হঠাৎ মনে পড়াতে; আমায় দেখার ইচ্ছা জাগবে,
শত আশা স্বত্ত্বেও, আমার ছায়া তখন না মিলবে।
জনে জনে জিজ্ঞাসা করলেও, কে-ই বা জানবে?
কার বা আজ সময় আছে, আমার খবর রাখবে!!
একটা দিন সত্যি-ই আসছে,
বাতাসে যেমন মেঘ উড়ে উড়ে ভাসছে;
আমারই কোন মজার কথা ভেবে
মন তোমার যেনো প্রাণ খুলে হাসছে,
শুধুই হাসির নেই কোন আজ আওয়াজ।
সবই হবে, ঠিকই ভুলে গিয়ে লাজ,
গুরুত্বপূর্ণ “আমি”-ই,
কিন্তু ভয়??
চলবে, অন্যের মূখ্য রাজ।।