সবাই কী বন্ধু হতে পারে?
সবাই কী বন্ধু অর্থ বোঝে?
ছেলেরা বলে: বন্ধু বলবো কারে?
মেয়েরা বলে: বন্ধু বলে উঠবো কার ঘাড়ে??


ছেলেমেয়ে বন্ধু হয়ে
বেড়ায় ঘুরে নির্ভয়ে।
কেউ কী জানে:
ভাইবোন ছাড়া
বন্ধুরাই যে দিয়ে যায়
একে অন্যের প্রেম নিবেদনে সাড়া??


বন্ধু যখন অর্থের লোভে
ইতি টেনে আনে বন্ধুত্ত্বের,
মান সম্মান নিয়ে খেলে বেড়ায়
লালস্য নিয়ে প্রাচুর্যের।।


এ কেমন বন্ধুত্ব??
যেখানে নেই কোন ভ্রাতৃত্ব!!
নেই সম্পর্কের সম্পৃক্ত!!
বন্ধু কেনো বন্ধুর নিকট
আজ পড়ে রয় হয়ে আশ্রিত।।