দুই ঘরেতে বাস করি; একই ঘরের হয়ে ছাড়াছাড়ি,
এখন শুনিঃ আমি নাকি নিজেই এক বাড়াবাড়ি,
সবাই চায় নিজেরই মতন করে, সুখী হতে তাড়াতাড়ি,
কপালের লিখন নিয়ে, নেই যেখানে করার কাড়াকাড়ি।।
আজ আমার নিজেকে লাগে অনেক সুখী;
কে হতে পারে আমার মতন – এমন মুক্ত পাখী?
আমার মতন কতো জন’ই বা পারে, পড়তে অন্যের আঁখি!
খুঁজতে গিয়ে ভালোবাসা, পড়তে হয়েছে সবখানে, হাতে আমার রাখী।।
এক ঘরেতে যখন না পাই মন,
অন্য ঘরে দেখি তখন অঢেল আয়োজন।
এই ঘর থেকে ওই ঘর করে, হারিয়ে ফেলেছি আজ নিজেরই প্রয়োজন;
কেউ চায় না, প্রতিভা হোক বিকাশ, নিজেরই আছে যতো স্বজন।।
দুই ঘরেরই রাজা যে আমি, তবুও নেইনি আজও কোন পক্ষ,
দুই খানেতেই সাজানো থাকে, আমার ঘুম-কক্ষ।
হতে কেন পারি নি আজও প্রকৃতরূপে, রুক্ষ?
হয়েছি আমি কষ্ট-দাতা, প্রকৃত ও পরিপক্ব দক্ষ।।
ভুলতো আমারই সব, লোকে এটাই বলে;
ডেকে আনলো তার ফলে যারা আজ, তাদের দোষ সব ফেলে জলে।
আমি শুধু নির্বাক হয়ে, হেঁটে হেঁটে যাই চলে,
দুই ঘরের সব লোকালয়ের মাঝে বিলীন, আমিই শুণ্য শেষকালে।।