আজ তীব্র ভাবে অনুভব করছি তোমায়
যায় দিনগুলোর আশা নিরাশা
মনে দিচ্ছে শিহরণ।
একে একে প্রতিটা মুহূর্তই,
ভেসে উঠছে চোখের পর্দায়।।
সে কোথায়??
এখন তো আর পাবোই না,
সে’তো আছেই____
অন্য কারো বিহনে,
নতুন আলোতে স্পর্শের যতনে।।
ভালোবাসার মায়াতে কেনো যে
মিথ্যার হয় জন্ম??
কষ্টে মাখামাখি সত্যকে কেনো
দূরে ঠেলে_____ আমরা হই বন্য??
প্রশ্নের পর তর্ক হয় শুরু,
ভুল ঠিক শুনতে গেলেই
করি আচরণ নগণ্য।।
আমি জানি সে দেখছে আমায়,
লুকিয়ে কোন এক জানালার ফাঁকে।
যাকে দেখছে তাকেই ভাবছে,
আমি যেনো এসে গেছি তারই মাঝে।
অনূভুতি আমার নিচ্ছে তাকে
নতুন কোন ছোঁয়ার সান্নিধ্য পেতে____
সেখানে নেই তো আমি!
নেইতো কোথাও আমার ছায়া!
পেতে রাখা আছে শুধুই আমার
অনুভূতির মায়া।।