কেন ঘুমিয়ে গেলি?
পাগল আমি অপলক চোখ তোর পানে মেলি।
মায়াবী লাজুক মুখে তোর বরষণ ঢালি,
তুই তো আমারই খালি।
জানি আমি তাই শুধু বলি,
তোকে দেখে সাধ মেটাবে আমার মনের সুখগুলি।
মুখটি শুকিয়ে তোর খালি,
কল্পনায় আমি মিশে যাই তোর মাঝে হয়ে বালি;
বাজা এখন হাতে তালি।
চল আজ দুজনে ঘুরব অলিগলি,
প্রতিদিনই অজান্তে আমি তোর পানেই চলি,
কাটবো সব আগাছা তোর বাগানে হয়ে মালি।
হঠাৎ চোখ মেলি,
চারপাশ ধূ ধূ ভুমি খালি।
তোর জন্য জগৎ এখন
হয়ে চলেছে রুপকথার ঝুলি।
এসেই দেখ,
আদরে আমি তোর অঙ্গে হাত বুলি,
স্পর্শ করি যতন করে তোর সেই গোপন থলি।
তোর মাঝেই নিজেকে খুজে চলি,
দিতে চাইছি মুখ ফুটে
আজ নিজেকে বলি,
সাজিয়েছি দেবী তোকে আমি
দিতে অঞ্জলী।।।