এই শহরের পথগুলো যেন
শান্ত নদীর মতোই শূণ্য,
যতদূর পর্যন্ত চোখ মেলি -
দেখি সবদিকেই শুধু ধূ ধূ করা
রাস্তায় পড়ে থাকা বালি আর ধূলা।

নেই যে কোন কোলাহল ...
নেই কোন ঝড়ের বেগ ...
ক্ষিপ্ত হয়ে হাওয়া কখন বইবে?
সি অপেক্ষায় যাচ্ছে কেটে
আমার সব রাত-দিন-প্রহর।

গাছপালা-গুলোকে যেন আর দেখছি না,
দাঁড়ানো আশেপাশে কোথাও
রাস্তার কোন ধারে ধারে?
তবে কি ঢেউ এসে
তলিয়ে দিয়ে ও নিয়ে গেছে গোটা শহর?

প্রকৃতি আজ অভিমানে যেন -
করেছে মৃত্যুবরণ!
তাকিয়ে তাকিয়ে দেখেই চলেছি
শুধু, ধ্বংসের সব অবলীলা...
প্রাণ বাঁচাতে পালাবো কোথায়?
মৃত্যু যেন আজ উত্তেজিত হয়ে মেতেছে
মানবের সমাজে, করতে খেলা!!

- জন অভি রোজারিও
০৮/০৫/২০১৫ (০৪ঃ০৯)